জৈন্তায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবী চেক হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:৫১:৪৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে মৃত গ্রাহকের মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা সদরে কোম্পানীর আঞ্চলিক কার্যালয়ে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিলেট বিভাগীয় পরিচালক মকসুদ আলী লিটন, জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা কার্যালয়ের সহকারী ইনচার্জ বুরহান আহমেদ প্রমুখ।
উল্লেখ্য মৃত আঙ্গুরা বেগম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এ বীমা করে ২ কিস্তিতে ১৬ হাজার টাকা জমা দেওয়ার পর মৃত্যুবরণ করলে কোম্পানীর নিয়ম অনুযায়ী তার পরিবার সম্পূর্ণ টাকা পাওয়ার অধিকার রাখে। এরই আলোকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে তার পরিবারের কাছে মোট ৮৯ হাজার ৭শত ৯০টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় জৈন্তাপুর আঞ্চলিক কার্যালয়ে কর্মরত সকল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।