জৈন্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:৫২:৫৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারিদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জৈন্তাপুর উপজেলার অন্যতম সমন্বয়কারী প্রনব দাস এর নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে ছাত্র জনতার উদ্যেগে ছাত্র ঐতিহাসিক বটতলায় বৃহস্পতিবার সকাল ১০ টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমন্বয়কারী প্রনব দাস, কামরুল ইসলাম, আশফাক আহমদ, ইলিয়াছ আহমদ, হুমায়ুন রশিদ, বুরহান উদ্দিন, ইস্তিয়াক ফাহিম, এনাম আরিয়ান, সালমান আহমদ, আব্দুল্লাহ মাসুদ প্রমুখ।