ওসমানীনগরে জামায়াতের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:৫৪:১৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বৈরাচার হাসিনার কারাগারে মৃত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষাথীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী’র জন্য দোয়া করা হয়।
বৃহস্পতিবার ২টায় স্থানীয় তাজপুর বাজার জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারী জাহেদ আহমদ, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, উপজেলা জামায়াত নেতা কেএসএম জাকারিয়া চৌধুরী, সুলেমান আলী, আনোয়ার হোসেন, ফারুক আহমদ, সেবুল মিয়া কাওসার, সালেহ আহমদ, জাহাঙ্গীর আহমদ, শাহ লোকমান আহমদ, সুজেল মিয়া, কামরান আহমদ, আঙ্গুর মিয়া, শহবাজ মিয়া, বিএনপি নেতা আখতার মিয়া, আব্দুস সামাদ সামত প্রমুখ।