শান্তিগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৮:০৬:৩০ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে বৃহস্পতিবার দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া ও যুবদল নেতা ফরিদ গাজির যৌথ সঞ্চালনায় অবস্থান কর্মসূচী পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খাঁন সাগর, সহ-সভাপতি লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন, মহির উদ্দিন, আবুল কাশেম নাঈম, কামাল পারভেজ সাজন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক জিলানি মিয়া, সদস্য তুরন খাঁন, শহিদুল ইসলাম, ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, সদস্য মানছুর আহমেদ, ইমরান হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।