আইন উপদেষ্টাকে দুর্নীতি মুক্তকরণ ফোরামের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৮:১২:৩২ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সরকার পতনের পর ড. আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশবাসীর দাবী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের বিধানটি বাধ্যতামূলক করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। বিজ্ঞপ্তি