বড়লেখায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় হামলা, আহত ৪
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৮:৩৩:০১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় দোকান থেকে ফেরার পথে বাড়ির কাছে গাঁজা সেবন করে উচ্চস্বরে গান গাওয়া ও উশৃঙ্খল আচরণের প্রতিবাদ করায় ৩ গাঁজাখোর হামলা চালিয়ে ব্যবসায়ীসহ চারজনকে আহত করেছে। এসময় তারা ব্যবসায়ীর পকেটে থাকা ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার পর পৌরসভার বারইগ্রাম এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী সাব্বির আহমদ ৩ গাঁজাখোর সুমন আহমদ, শাহিন আহমদ ও সুজন আহমদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন। অন্য আহতরা হলেন, ব্যবসায়ী সাব্বির আহমদের ছেলে সামী আহমদ, নাজমুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
জানা গেছে, বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী বড়লেখা পৌর কাউন্সিলার কবির আহমদের ভাই সাব্বির আহমদ ও সাব্বির আহমদের ছেলে মঙ্গলবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বারইগ্রাম এলাকায় বাড়ির কাছে পৌঁছলে দেখতে পান সম্মুখের রাস্তায় বিবাদীরা গাঁজা সেবন ও উচ্চস্বরে গান গাওয়াসহ উশৃঙ্খল আচরণ করছে। এসময় সাব্বির আহমদের ছেলে গাঁজা সেবনের প্রতিবাদ ও বাড়ির সম্মুখ থেকে চলে যেতে বললে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ছুরি, ডেগার ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তারা রক্তাক্ত জখম হন। এসময় ব্যবসায়ীর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে গেছে।
থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নিবেন।