গোবিন্দগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৮:৫৩:২৪ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখে। হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ব্যাপারে দেশপ্রেমিক জনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্রজনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাসিনা সরকার বর্বর নৃশংস গণহত্যা চালিয়েছে। এসব গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নজরুল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।