কমলগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের পৃথক অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৮:৫৪:০০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক আয়োজনে হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেল ৫টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনের সম্মুখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী এর নেতৃত্বে অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে ভানুগাছ চৌমুহনী চত্বরে উপজেলা বিএনপি (নাসের রহমান অনুসারী) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আলম পারভেজ সোহেল, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে মাঠে দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কোন কর্মসুচি পালনেরও খবর পাওয়া যায়নি। তবে বিএনপির দুই গ্রুপই সারাদিন মাঠে সক্রিয় ছিল।