বড়লেখায় বিএনপি-যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৯:০৭:০৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় উপজেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসিনার বিচারের দাবীতে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
পৌরশহরে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খয়রু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম শুনু মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, শরিফুল ইসলাম বাবলু, ইকবাল হোসেন প্রমুখ।