সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৯:০৯:১২ অপরাহ্ন
শেখ হাসিনার ফাঁসির দাবিতে সিলেট সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাদ জোহর পর্যন্ত সিলেটের তেমুখী পয়েন্টে এক কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আল ইমরানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর এডভোকেট মমিনুজ্জামান, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান, কান্দিগাও ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সামাদ, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইস্কন্দর আলী, হাটখোলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হেলাল উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির নেতা মইনুল ইসলাম, ৩৮ নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির আহমদ, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বেলাল আহমদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।