ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৯:৪৫:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে তাদের অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অব্যাহতি পাওয়া তিনজন হলেন- সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুজিবুল হক। তাদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।