ছাত্রজনতা ও বিএনপির দখলে নগরের রাজপথ
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৯:৫৩:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জনরোষে শেখ হাসিনা সরকার পতন পরবর্তী ১ম ১৫ আগষ্টের দিনে ছাত্রজনতা ও বিএনপির দখলে ছিল সিলেটের রাজপথে। আওয়ামী সরকারের আমলে শোক দিবস হিসেবে পালিত ১৫ আগষ্টের সিলেটের রাজপথে দেখা মিলেনি আ’লীগের। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের রাজপথ দখলে নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর চৌহাট্টায় পয়েন্টে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন ছাত্র সংগঠন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। দুপুর ১২টার দিকে চৌহাট্টা পয়েন্টে লোকে লোকারণ্য হয়ে যায়। অবস্থান চলে বেলা ২টা পর্যন্ত। শিক্ষার্থীরা গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
এদিকে বৃহস্পতিবার ১২টা থেকে কোর্ট পয়েন্টে অবস্থান নেয় বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগি সংগঠন। কর্মসূচী চলে সন্ধ্যা পর্যন্ত। কর্মসূচীতে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। এছাড়াও সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্টান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই চৌহাট্টায় জমায়েত হন শিক্ষার্থীরা। বেলা ২টা পর্যন্ত চৌহাট্টায় চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি।