২৭ দিন পর সিলেট থেকে ট্রেন চলাচল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ১০:০৯:১৯ অপরাহ্ন
রিফান্ড করা যাবে স্থগিত টিকিট
স্টাফ রিপোর্টার: দেশের প্রেক্ষাপট, সরকারের পতন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অস্থির পরিস্থিতিতে বন্ধ হওয়ার ২৭ দিন পর সিলেটে ট্রেন চালু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের আন্ত:নগর ট্রেন চলাচল শুরু হয়।
প্রথম দিনেই ট্রেন স্টেশনে যাত্রীদের চাপ ছিলো বেশি। অধিকাংশ মানুষই অনলাইনে টিকিটি কেটেছেন। আর যারা কাটতে পারেননি তারা স্টেশনে ভিড় করেছেন। এতে কেউ পেয়েছেন, আবার কাউকে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, রেল মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের সঙ্গে সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়। শুরুতেই যাত্রী চাপ বেশি।
তিনি বলেন, নির্দিষ্ট সময়ে আন্তনগর কালনী এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন গন্তব্য ছেড়ে গেছে। তবে সাময়িক সময়ের জন্য আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। ট্রেন যোগাযোগ চালুকে কেন্দ্র
করে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ, সেনাবাহিনী কাজ করছে।আগে কাটা টিকিট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৮ জুলাই থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যেসব যাত্রী ট্রেনের টিকিট কিনেছিলেন তারা স্থগিত করা ট্রেনের টিকিট রিফান্ড করতে পারবেন। যারা অনলাইনে কিনেছিলেন, তারা রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট থেকে এবং যারা স্টেশন কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে টিকিটের অর্থ ফেরত পাবেন। যাত্রীদের আজ থেকে ১০ দিনের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে।