আকার বাড়ছে অন্তর্বর্তী সরকারের
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ১০:১৩:১৩ অপরাহ্ন
উপদেষ্টা হচ্ছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদারসহ আরো ৫ জন
জালালাবাদ রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে; নতুন করে পাঁচজন এ সরকারে যুক্ত হতে পারেন বলে আভাস মিলেছে। আজ শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে বলে বৃহস্পতিবার রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে। এর মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে.ক. (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।
নতুন পাঁচজন যুক্ত হলে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হবে ২২ জন।মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারের নির্দেশনা পাওয়ার পর নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে যোগাযোগ করে জানা গেছে, আজকের শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
প্রবল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকারের যাত্রা শুরু হয়।১৭ জনের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন সেদিন শপথ নেন। পরে দুই দফায় বাকি তিনজনকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।৯ আগস্ট ১৩ উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। শপথ নেওয়ার পর বাকি তিন উপদেষ্টাও দপ্তর পান। প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে এখন আছে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ। তাতেই ধারণা করা যাচ্ছিল, উপদেষ্টা পরিষদের আকার বাড়তে পারে।
এর আগে ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টার শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করে। এরপর রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের আরো তিন উপদেষ্টা শপথ নেন। ১৬ জন উপদেষ্টার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।