কোর্ট পয়েন্টকে শহীদ সাংবাদিক তুরাব চত্ত্বর ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ১০:১৮:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকাকে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্ত্বর ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যানার টানিয়ে আনুষ্ঠানিকভাবে তুরাব চত্ত্বর নামকরণ করা হয়। এসময় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও দৈনিক জালালাবাদের চীফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটনের যৌথ পরিচালনায় তুরাব চত্ত্বর নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কবির আহমদ, সিনিয়র সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদ, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ)।
এছাড়াও উপস্থিত ছিলেন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিশিয়ান মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মোহাম্মদ ফজলুল হক সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, খালেদ আহমদ, এমজেএইচ জামিল, ইয়াহইয়া মারুফ, মিসবাহ উদ্দিন আহমদ, সুলতান সুমন, আব্দুল মুহিত দিদার, ফটো সাংবাদিক রেজা রুবেল, শেখ আব্দুল মজিদ, আজমল হোসেন, জাবেদ আহমদ ও রুবেল আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটিতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক গুলি করে সাংবাদিক হত্যা ইতিহাসের এক কলংকজনক অধ্যায়। তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্ছার হতে হবে।