জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৫:৫৯:৩৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোঃ মুরাদ আহমেদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত গাড়ীর চালকসহ অপর এক আরোহী সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি শুক্রবার রাত প্রায় ২ টায় জুড়ী-বড়লেখা সড়কের সফরপুর এলাকায় ঘটেছে। মুরাদ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই নিবাসী মনসুর আহমদ এর প্রথম পুত্র। সে স্থানীয় আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়সূত্রে জানা যায়, মুরাদ আরো একজন আরোহীসহ প্রাইভেট কারযোগে বড়লেখা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর এলাকায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মুরাদের মৃত্যু হয়। অপর আরোহী ও চালককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ২টায় জানাজা শেষে মুরাদের লাশ দাফন করা হয়েছে।