লাউয়াই মহল্লাবাসীর বিশেষ সভা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৬:৩৬:৫৮ অপরাহ্ন
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনকে কেন্দ্র করে সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের লাউয়াই এলাকায় ক্ষুব্ধ জনতার অনাকাঙ্খিত হামলার ঘটনায় মহল্লাবাসীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বুধবার রাতে লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এলাকাবাসী আয়োজিত এক বিশেষ সভায় বক্তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
যুক্তরাজ্যস্থ লাউয়াই এসোসিয়েশন-এর অন্যতম কর্মকর্তা এবং লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী গোলাম ছোবহানী ওলি মিয়ার জ্যেষ্ঠ ছেলে গোলাম আকবর নজমুল ও দ্বিতীয় ছেলে গোলাম কিবরিয়া ময়নুলের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন লাউয়াই পঞ্চায়েত কমিটির সিনিয়র সভাপতি ও লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মোহাম্মদ খসরু। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. মিফতাহুল হোসেন সুইট, চঞ্চল মাহমুদ ফুলর, সেলিম উদ্দিন, দারা মিয়া, রিজ্জাদ আহমেদ, ডা. এনামুল হক, আক্কাছ উদ্দিন আক্কাই, রাসেল মাহবুব, আব্দুল করিম, মুহিবুর রহমান, শাহীন আহমেদ, আবুল মনসুর, শাহ শাহীন আহমদ, কামাল আহমেদ, ইসমাইল মুরাদ, হাজী এনামুল ইসলাম, হাসান আহমদ, রেজাউল ইসলাম, সায়েম আহমদ, নূর উদ্দিন, ফারুক আহমেদ, ইসমাইল আব্দুল্লাহ শিহাব, আব্দুল আহাদ, তোফায়েল আহমেদ, সুজন আহমেদ, রেজওয়ান উদ্দিন, হেলাল আহমেদ, মালেক আহমেদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আমিরুল ইসলাম। বিজ্ঞপ্তি