মালয়েশিয়ায় সাঈদীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৬:৫৬:৫৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ১ম মৃত্যৃবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছেন কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীরা।বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হাংতুয়ায় একটি রেষ্টুরেন্টে ব্যবসায়ী হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে এবং ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রবিউল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম, মোঃ নুর আলম মেহেদী বীরদূত, মজিবুর রহমান, মোঃ মিজানুর রহমান ও মোঃ হুমায়ন কবির তুহিনসহ প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশী দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।