বড়লেখার বর্ণিতে সংখ্যালঘুদের নিরাপত্তায় জামায়াত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৭:৪৯:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখার বর্ণি ইউনিয়নের সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গত সোমবার রাত থেকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিহারী, কান্দিগ্রাম ও শিলকুরাসহ বিভিন্ন গ্রামে সংখ্যালঘুদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন জামায়াতে ইসলামী বর্ণি ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাবেক সভাপতি মাওলানা আবুল হোসেন আজাদ, সেক্রেটারি মুহাম্মদ আলিম উদ্দিন মতু, বর্ণি ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, শিবির নেতা কিবরিয়া হোসেন, মাহিন, মুছলেহ উদ্দিন প্রমুখ।