সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৭:৫০:১৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি ও দৈনিক খোলাকাগজের সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন বলেন, সাংবাদিক শহীদনূর আহমেদের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। থানার কার্যক্রম পুরোপুরি শুরু হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।