বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৭:৫৪:০৭ অপরাহ্ন
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতা স্মরণে দোয়া মাহফিল ও নৈরাজ্য প্রতিরোধ, গণহত্যাকারীদের বিচারের দাবীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পথসভা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরহাদ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, দুবাগ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম কবির, লাউতা ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসরুর আহমদ, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা রেদওয়ান আহমদ, যুবনেতা মস্তুফা শাহিন, কামরুল হক, জেলা ছাত্র জমিয়তে কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়তের সভাপতি আসাদুজ্জামান, বিয়ানীবাজার কলেজ ছাত্র জমিয়ত সভাপতি ইমদাদ আহমদ, আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীল সাইফুল ইসলাম, ছোলাইমান আহমদ, ইসহাক আহমদ, আব্দুল আলিম, আরাফাত আহমদ, মাহফুজ আহমদ, মোল্লাপুর ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি রেজাউল করিম, কুড়ারবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক ইসমাইল আহমদ, পাঠাগার সম্পাদক ছাদিকুর রহমান, মাশরাফি আহমদ ও মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি