দোয়ারায় দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আলপনা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৭:৫৬:২১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে দেখা দিয়েছে নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালগুলোতে যেখানে আগে বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, আর এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে।
‘আগুনের ফুলকিরা
বৃহস্পতিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আল মদিনা একাডেমির ক্যাম্পাসের দেয়াল, বাজারের বিভিন্ন স্থাপনার দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন আল মদিনা একাডেমির শিক্ষার্থীরা। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলার নরসিংপুর ইউনিয়নের আল মদিনা একাডেমির দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে। কালো, সাদা, লাল, নীল, হলুদ-এ যেন রঙের এক মেলা! দেখা গেল, কেউ রঙ লাগাচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে- এ যেন এক মিলন মেলা! প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ। রোদের মধ্যেই যেন একটা মায়া লুকিয়ে আছে। কারও হাতে রঙের তুলি, কারও হাতে পানির বোতল- এ যেন এক স্বপ্নের রূপ! সবাই মিলে যেন একটা নতুন স্বপ্নের জন্ম দিচ্ছে। প্রতিটি ক্যালিগ্রাফির আঁচড়ে যেন ফুটে উঠছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা।
মেহনাজ আক্তার নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, রাজনৈতিক পোস্টার, বিজ্ঞাপন কিংবা দেয়াল লিখনের বদলে তাদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটছে দেয়ালগুলোর প্রতিটি ইঞ্চিতে। এলাকাবাসী এই পরিবর্তনে মুগ্ধ।
জুয়েল আহমদ নামে এক শিক্ষক বলেন, আগে যেসব দেয়াল বিভিন্ন বিজ্ঞাপনের প্রচারণার কাজে ব্যবহৃত হতো, এখন সেগুলো পরিণত হয়েছে দেয়ালে। শিক্ষার্থীরা নিজেরাই এগিয়ে এসে দেয়ালে যোগ করেছেন শিল্পের ছোঁয়া।