গোলাপগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৮:০৩:৪১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারের পতন করিয়েই চলবে না। সর্বক্ষেত্র থেকে তাদের দোসরদের অপসারন করতে হবে। বিনাভোটে যারা জনপ্রতিনিধি হয়ে সরকারের গাড়ি-বাড়িসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, তা প্রত্যাহার করতে হবে। সিলেট সিটি কর্পোরেশনসহ যেসকল প্রতিষ্ঠানে ভোট ছাড়া জনপ্রতিনিধির চেয়ার আঁকড়ে আছেন, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সর্বপোরী ফ্যাসিবাদের সকল দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে।
বৃহষ্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গোলাপগঞ্জ উপজেলা সদরে গোলাপগঞ্জ পৌর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, সাবেক সভাপতি ছানির আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ, উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মামুন আহমদ রিপন, সুফিয়ান আহমদ খান, সালাউদ্দিন আহমেদ, নাসির আহমদ আবেদ, আতাউর রহমান আতা, এম এ কাদির, লুৎফুর রহমান শাহ আলম,সুমন আহমদ, ছালিক আহমদ, ছাদ আহমদ, রিজু আহমদ, শিমুল আহমদ, আলাল আহমদ, রুফিয়ান আহমদ, নাসির আহমদ আবেদ, ফয়ছল আহমদ, মিজান আহমদ, সানাই আহমদ, জামিল আহমদ, রাছিক আহমদ, খালেদ আহমদ, সিদ্দিক আহমদ, মোশারফ আহমদ, রনি আহমদ, দুলব আহমদ, লিমন আহমদ, সবুজ আহমদ, মুরাদ আহমদ, ফয়ছল আহমদ ও নাঈম আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি