জামালগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৮:০৫:৩৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে এনে বিচারের দাবীতে ছাত্রজনতার বিজয়কে দ্বিতীয় বিজয় উল্লেখ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী ও আনন্দ উল্লাস, বিজয় মিছিল করেছে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, শফিকুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, মো: ফরিদ মিয়া, ফরাজি, এমরান হোসেন রুবেল, নিরঞ্জন, আবু সায়েম, খোকন মিয়া উকিল আলী ও সাদী প্রমুখ।