বালাগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৮:০৬:৫৪ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে সারাদেশব্যাপী হত্যা খুন গুমের দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালাগঞ্জ বাজারের জিরো পয়েন্ট থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান এম মুজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।