মৌলভীবাজারে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৮:২১:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কোটা আন্দোলনে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৌলভীবাজারে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর শহরের পশ্চিমবাজারে জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ূন, সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, কৃষক দলের জেলা আহবায়ক শামীম আহমদ, সৈয়দ মমশাদ, মারুফ আহমদ, ইমামুল হক রিপন ও ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জনি আহমদ প্রমূখ।
এর আগে পৌর বিএনপির আয়োজনে শহরের চৌমুহনাস্থ দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, মাহমুদুর রহমান, আনিছুজ্জামান বায়েছ, আহমেদ আহাদ, আব্দুশ শহিদ, এড নেপুর আলী, রাকিন আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ প্রমূখ। মিলাদ শেষে নিহত ছাত্রদদের রুহের মাগফিরাত কামনা ও বেগম জিয়া’র রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।