গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৮:২২:৩৬ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সম্প্রতি সিলেটে ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ বিভাগের ভোগান্তিগুলো দূর করার দাবীতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মকসুদ হোসেন এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদের মার্কেটের তয় তলায় শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সিলেটে অসহনীয় লোডশেডিং ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর কারণে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ দিন শেষে লোডশেডিং এর কারণে তীব্র গরমের মধ্যে রাতে ঠিক মত ঘুমাতে পারছেন না। এতে অসুস্থতা বাড়ছে, পাশাপাশি শিশু, বৃদ্ধ ও রোগীদের কৃষ্ট বেড়ে গেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সিলেটে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং বন্ধ, বাড়তি বিলসহ বিদ্যুৎ গ্রাহকদের নানা ভোগান্তি দূর করার জোর অন্তর্বর্তীকালীন সরকারে নিকট জোর দাবী জানান। সভায় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মদানকারী শহীদ আবু সাঈদ, রুদ্র, দীপ্তসহ সকলের রূহের মাগফেরাত কামনা ও পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ৯ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।
সভায় বক্তাব্য রাখেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, মামুন রশীদ এডভোকেট, যুব সংগঠক এহসানুল হক তাহের, সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্র দেবনাথ এডভোকেট, আব্দুল মোতাওয়ালী ফলিক, শিতাব আহমদ, তারেক আহমদ বিলাস, ইসমত ইবনে ইসহাক সানজিদ, শহীদ আহমদ খান শিব্বির, মোঃ ইমাম হোসেন, রিকন তালুকদার লিকন, ব্যবসায়ী মোঃ তাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি