খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোবিন্দগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৯:০৭:০১ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর স্থানীয় গোবিন্দগঞ্জ কলেজ মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান উপস্থিত ছিলেন। এছাড়া মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুল হক সহ ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ছাত্রদল সহ বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিগত আন্দোলনে নিহত ছাত্রজনতার মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। গোবিন্দগঞ্জ কলেজ মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি