সাংবাদিক তুরাবের বাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ৯:১৪:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিগত ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে পুলিশের গুলীতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়কবৃন্দ। এসময় তারা শহীদ সাংবাদিক তুরাবের পরিবারকে সমবেদনা জানান ও পরিবারের খোঁজ খবর নেন।
বিগত আন্দোলনে সিলেটে নিহতদের বাড়ী বাড়ী গিয়ে পরিবারের খোঁজ নেয়া শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সাংবাদিক তুরাবের বাসায় যান তারা। এরপর হবিগঞ্জে নিহত টুকেরবাজারের মোস্তাক আহমদের বাড়ীতে যান তারা।
জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের সমন্বয়ক শাবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল-গালিবসহ কয়েকজন সমন্বয়ক পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। পরে তারা নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুরের আরেক নিহত মোস্তাক আহমদের বাসায় যান। এসময় তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
এদিকে বাদ জুমা হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে ছাত্র-জনতাসহ সকল নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের সমন্বয়ক শাবি আসাদুল্লাহ আল-গালিব বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার সকল শহীদদের বাড়িতে যাচ্ছি। তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। এছাড়া আমাদের আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।