বড়লেখায় বিজিবি’র অভিযানে ৯ ভারতীয় অবৈধ মহিষ আটক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৫:৫৪:৩২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ মহিষের চালান নিয়ে আসছে। শুক্রবার রাতে পাচারকারিরা অর্ধশতাধিক অবৈধ মহিষের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর রাতের দিকে বিজিবি সদস্যরা ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে। যার সিজার মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা।
জানা গেছে, চোরাকারবারিরা শুক্রবার রাতে বড়লেখার পাথারিয়া পাহাড় সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ভারতীয় অবৈধ মহিষের চালান নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সিরাজুল ইসলাম ও জুড়ী কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশীদের নেতৃত্বে বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালান। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় শনিবার ভোররাতে বিজিবির আভিযানিক দল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কামিলপুর এলাকা থেকে ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেন। বিজিবির অভিযানের টের পেয়ে এর আগেই চোরাকারাবরিরা পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, আটক ভারতীয় অবৈধ মহিষগুলোর সিজার মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা। মহিষগুলো আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে। সোমবার কাষ্টমস এর মাধ্যমে প্রকাশ্যে নিলাম করা হবে।