বিশ্বনাথ থানায় লুট হওয়া ৬ অস্ত্রের মধ্যে ৩টি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৬:১০:৫৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ থানা থেকে চলতি মাসের ৫ আগস্ট লুট হওয়া ৬টি অস্ত্রের মধ্যে ৩টি উদ্ধার হলেও এখন পর্যন্ত বাকী ৩টি অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ। থানার পুকুর থেকে ১টি চায়না রাইফেল ও সেনাবাহিনীর মাধ্যমে ২টি শটগান উদ্ধার হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী ও মিডিয়া অফিসার থানার উপ-পরিদর্শক এসআই জয়ন্ত সরকার। তারা বলেন, লুট হওয়া ১টি নাইন এম এম পিস্তল, ১টি শটগান ও ১টি গ্যাস গান ও ২ থেকে আড়াইশত বিভিন্ন ধরনের গোলাবারুদ এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।