বিশ্বনাথ উপজেলা বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৬:১৫:২৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকি পাড়া গ্রামের বাসিন্দা ও পুরান বাজারের ব্যবসায়ী আজহারুল ইসলাম ইজার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, একজন ভাল মানুষ ছিলেন আজহারুল ইসলাম ইজার আলী। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ইজার আলীর রুহের আত্মার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।