পর্যটকের আনাগোনায় মুখরিত সাদাপাথর
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৭:২৩:২৫ অপরাহ্ন
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ: দীর্ঘদিন পর আবারও পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে সাদাপাথর। পাহাড় পানি আর পাথরের মিতালি দেখতে দেশ বিদেশের কয়েক হাজার ভ্রমণ পিপাসু মানুষের আগমন ঘটেছে সাদাপাথরে। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়াতে বৃদ্ধি পেয়েছে পর্যটকদের সংখ্যা। পর্যটকের আগমনে কিছুটা স্বস্তি দিচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। তারা মনে করছেন দেশের এই স্বাভাবিক অবস্থা বিরাজ করলে আরো বাড়বে পর্যটকের সংখ্যা। জমজমাট হবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা।
সরেজমিনে সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায়, উজান থেকে নেমে আসা পানি পাথরের উপর দিয়ে ঝুমঝুম শব্দ করে বয়ে চলছে। আর সেই পানিতে গা ভিজিয়ে স্বস্তির নিশ্বাস নিচ্ছেন হাজারো পর্যটক। এ যেন দীর্ঘদিনের ক্লান্তি মুছে ফেলার চেষ্টা। ঢাকা থেকে ঘুরতে আসেন আবির নামের এক পর্যটক। তিনি বলেন, দেশের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ঘরবন্দি থাকতে থাকতে হাঁসফাঁস হয়ে উঠেছেন। সেই ক্লান্তি দূর করতে ও মনের প্রশান্তির জন্য পরিবার নিয়ে সাদাপাথর ঘুরতে আসেন। সাদাপাথরের সৌন্দর্য দেখে মুগ্ধ তিনি। তবে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা আরো বৃদ্ধির পরামর্শ দেন তিনি।
পর্যটন কেন্দ্রের ফটোগ্রাফার আলমগীর হোসেন ও সাইফুল্লাহ আল হোসাইন তানজির বলেন, দীর্ঘদিন পর আবারও পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা আনন্দিত। আশা করি ধীরে ধীরে আগের মতো মানুষ আসবেন সাদাপাথর দেখতে। ফটোগ্রাফির সাথে জড়িত আমরা সকলে আগত পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছি।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার জানান, শুক্রবার থেকে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। সাদাপাথর নৌকাঘাট থেকে নিয়মিত নৌকা যাতায়াত করছে। পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনসার সদস্যরা স্পটে ডিউটি করছেন। তাছাড়া পর্যটন কেন্দ্রের পানি কমে গেলে সেখানে পর্যটকদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা হবে।