জকিগঞ্জে প্রবাসীর বাড়ীতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৭:২৮:৪৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার দিঘালীগ্রামে প্রবাসী আব্দুল কাইয়ুমের বাড়ীতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ীর লোকজনদের জিম্মি করে মারধর করে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল, আইপড, ট্যাবসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় পথিমধ্যে টমটম চালক একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ গাড়ীর আটকিয়ে তার সাথে থাকা নগদ টাকাসহ তার মোবাইল নিয়ে যায়।
এসময় গ্রামের লোকজন ডাকাতদের পিছু ধাওয়া করে একজনকে আটক করে। আটক শুক্কুর আলী (৪৮) সিলেটের ওসমানীনগর থানার গুল্মকাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। আটককালে ডাকাতদের আক্রমনে টমটম চালক আব্দুল্লাহ আহত হন। আটক শুক্কুর আলী ডাকাতির ঘটনার সাথে জকিগঞ্জের উত্তরকুল গ্রামের আশুক উদ্দিনের ছেলে মাসুম আহমদ (৩০) জড়িত বলে জানালেও অন্যান্যদের নাম প্রকাশ করেনি। সংবাদ পেয়ে জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারসহ পুলিশ সদস্যরা সরেজমিন পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে প্রবাসী আব্দুল কাইয়ুমের ভাই দীঘালিগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার বাদী হয়ে দুইজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞানামা ব্যক্তিদের নামে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।