রিকশা শ্রমিক ইউনিয়ন সুবিদবাজার শাখার সভা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৭:৩২:৫০ অপরাহ্ন
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ১৬৬৯ এর অন্তর্ভুক্ত সুবিদবাজার শাখার সাধারণ সভা শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সুবিদবাজার বনকলাপাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
রিকশা শ্রমিক ইউনিয়ন সুবিদবাজার শাখার সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের ট্রেড ইউনিয়ন সম্পাদক দিলশাদ মিয়া, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা সভাপতি আব্দুল মালিক।
শ্রমিক নেতা আক্কাস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়ন বিমান বন্দর থানা শাখার সভাপতি ফরিদ মিয়া, শ্রমিক নেতা মাছুম আহমদ, মোঃ ওফিক মিয়া, কামাল হোসেন, আব্দুল বাছিত, শাহ আলম, লুৎফর রহমান প্রমুখ। এছাড়াও সাধারণ সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি