বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে যুবদল
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৭:৩৬:৩৮ অপরাহ্ন
স্বৈরাচার হাসিনা ও তার রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাথাসহ শরীরদের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবদল নেতাদের খোঁজখবর ও আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা যুবদল।
শনিবার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন হাসপাতালে গিয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা লিমন আহমদ, তোফায়েল ইসলাম হৃদয় ও রুবেল আহমদ এবং গোয়াইনঘাট উপজেলার সিএনজি চালক ইদ্রিস আলীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় নেতৃবৃন্দ আহত যুবদল নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা ছরোয়ার আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, পৌর যুবদলের সদস্য জামান আহমদ, উপজেলা যুবদলের সদস্য জিয়া আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা নাহিদ আহমদ প্রমুখ।