সাংবাদিক এটিএম তুরাব স্মৃতিপদক চালুর উদ্যোগ সিলেট প্রেসক্লাবের
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৮:১৩:২২ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সিলেট প্রেসক্লাব সদস্য, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের নামে স্মৃতিপদক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় তুরাব হত্যার নিন্দা ও হত্যাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একইসাথে ক্লাব সদস্য হোসাইন আহমদ সুজাদসহ পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানানো হয়।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন ঘটনায় দেশজুড়ে শাহাদাত বরণকারীদের জন্য শোক প্রস্তাব গৃহিত হয় এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানান।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেন, ক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল সিদ্দিকী, সহসভাপতি (১) খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও আব্দুর রাজ্জাক। বিজ্ঞপ্তি