সময় টিভির দুই সাংবাদিকের ওপর হামলায় সিলেট প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৮:২৪:২৭ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব সদস্য, সময় টেলিভিশনের স্টাফ ক্যামেরাপার্সন নৌশাদ আহমেদ চৌধুরী ও রিপোর্টার অপু বণিকের ওপর হামলার নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব। এক যুক্ত বিবৃতিতে ক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার (১৭ আগস্ট) নগরীর চৌহাট্টায় শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন এই দুই সাংবাদিক। এই ধরনের হামলা কেবল নিন্দনীয় নয়; স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।
বিবৃতিতে তারা এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি