মাঙ্কিপক্সে কঙ্গোতে ৮ মাসে ৫৪৮ মৃত্য
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৯:০৭:২৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে (ডি আর কঙ্গো) ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এম-পক্সে (মাঙ্কিপক্স) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৪৮ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত আর কোনো দেশে এই রোগে আক্রান্ত হয়ে এত মৃত্যুর রেকর্ড নেই। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ইউরোপেও প্রথমবারের মতো এই রোগ শনাক্ত হয়েছে।
এম-পক্স একটি বিরল ও স্বল্প পরিচিত রোগ। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ এবং আর্দ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার। তারপর একসময় মানবদেহেও সংক্রমিত হওয়া শুরু করে রোগটি।
এক ভিডিও বার্তায় এএফপিকে ডি আর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা বলেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাদের দেশে এম-পক্সে আক্রান্ত হয়েছেন মোট ১৫ হাজার ৬৬৪ জন এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৮ জনের। মূলত কঙ্গোর এই অবস্থার পরিপ্রেক্ষিতেই গত বুধবার বিশ্বজুড়ে এম-পক্স বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘের বৈশি^ক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ-সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এম-পক্স রোগের জন্য দায়ী। এই রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা এম-পক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর।
২৩ লাখ ৪৫ হাজার ৪০৯ বর্গকিলোমিটার আয়তনের দেশ ডি আর কঙ্গোর মোট প্রদেশের সংখ্যা ২৬টি, জনসংখ্যা ১০ কোটি। এই ২৬টি প্রদেশের মধ্যে দক্ষিণ কিভু, উত্তর কিভু, শোপো, একুয়াটিউর, উত্তর উবাঙ্গি, শুয়াপা, মঙ্গালা এবং সানকুরু প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্যামুয়েল রজার কাম্বা।
পাকিস্তান ও ইউরোপেও মাঙ্কিপক্স : পাকিস্তান ও ইউরোপেও মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, সম্প্রতি দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, কয়েক দিন আগে ওই ব্যক্তি সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে আসার পর থেকে অসুস্থতা বোধ করছিলেন তিনি। তারপর পেশোয়ারে খাইবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাতে যান। সেখানেই ধরা পড়ে এই রোগটি।
এদিকে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সুইডেনের বাসিন্দা। বৃহস্পতিবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সুইডেনের স্যোশাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী জ্যাকব ফোর্সমেড।