সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৯:৪১:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল-বোমা বিস্ফোরণের ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এমনকি আত্মপক্ষ সমর্থন করে তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরোটা সময় রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন।