অন্তর্বর্তী সরকারকে দক্ষিণ কোরিয়ার সমর্থন
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৯:৫৬:৫৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন. দক্ষিণ কোরিয়ার সরকার আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।