ছাতকে ডা. মঈন উদ্দিনের নামে ভবনের নামকরণ
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৫:৫২:৪২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাতকের নতুন বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবনির্মিত ৪র্থ তলা ভবনের নাম ‘ডাঃ মঈন উদ্দিন স্মৃতি ভবন’ নামকরণ করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশের চিকিৎসকদের মধ্যে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক ছিলেন ডা. মঈন উদ্দিন। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামধন্য সহকারী অধ্যাপক ও সিলেটের কৃতি সন্তান, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা।
তাঁর স্মৃতিকে ধরে রাখতে এলাকাবাসী এবং শহীদ ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি পরিষদের উদ্যোগে তাঁরই প্রিয় প্রতিষ্ঠান ‘নতুন বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবনির্মিত ভবনের নামকরণ তাঁর নামেই করা হয়েছে। শনিবার নাম ফলক ও সাইনবোর্ড লাগানো হয় এবং এর উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য শহীদ ডা: মঈন উদ্দিন উক্ত বিদ্যায়লের শিক্ষার্থী ছিলেন।