সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে দুর্নীতি মুক্তকরণ ফোরাম নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৬:০৬:২৯ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুমআ’ সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়াদিগন্ত এর সিলেট প্রতিনিধি এ.টি.এম তুরাব।
১৭ আগস্ট শনিবার নিহত সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব (এটিএম তুরাব)-এর বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকার ফতেহপুর গ্রামে তার কবর জিয়ারত করতে যান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, এটিএম তুরাব এর পাশাপাশি ঢাকা টাইমস এর মেহেদী নিহত হওয়াসহ অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে অন্ধত, পঙ্গু ও আহত হয়েছেন। তবে আশার বাণী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যয়ভার বহন করেছেন। এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের নেতৃত্বে জিয়ারতকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আফসারুজ্জামান আফসর, ব্যবসায়ী নেতা তাজ উদ্দিন আহমদ, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সদস্য তাজ উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি