শিবগঞ্জ মনিপুরী পাড়ায় মান্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৭:২৫:০০ অপরাহ্ন
শিবগঞ্জ মনিপুরী পাড়ায় মান্ডপ পরিদর্শনকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। সিলেট সম্প্রীতির নগরী, আর সেই সম্প্রীতি ধরে রাখার দায়িত্ব আমাদের। সিলেটের জনগণকে সাথে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি নেতাকর্মী।
শনিবার মান্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সাবেক মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান দোলু, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ডা. নাজমুল ইসলাম, মুর্শেদ আহমদ মুকুল, মতিউল বারী খুর্শেদ, শুয়েব আহমদ শুয়েব, লুতফুর রহমান মোহন, লোকমানুজ্জামান লোকমান, রফিকুল ইসলাম রফিক, সালেক আহমদ, আবু মোহাম্মদ কায়সার, অনিল সিংহ, প্রদীপ সিংহ, সুরনজিত সিংহ, ধর্মজিৎ সিংহ, চন্দ্র শেখর সিংহ, লাড়– সিংহ, বাবলু সিংহ, করুনাময় সিংহ ও হারুনুর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি