বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শোকসভা
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৭:২৭:৪৮ অপরাহ্ন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে কমরেড ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কবি নজরুল একাডেমিতে এ শোকসভার আয়োজন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছানের সঞ্চালনায় শোকসভার শুরুতেই কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলার শিল্পীরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন। আলোচনা সভার শুরুতে কমরেড ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেবের জীবনী পাঠ করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান। বিশেষ অতিথি পার্টির কেন্দ্রীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব এর পুত্র ডাঃ বিপ্লব দেব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ আবুল হাসান চৌধুরী, এডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি