পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৭:২৯:২৮ অপরাহ্ন
সিলেটে পূবালী ব্যাংক পিএলসির পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে এ বছরের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভিন্ন ভিন্ন স্থানে এ দুই অঞ্চলের দিনব্যাপী সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে নগরীর সিলেট স্টেশন ক্লাব লি. মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মন্জুর। ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবীর চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজম্যান্ট বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মো: মনজুরুল ইসলাম মজুমদার এবং সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান ও মহা ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। সম্মেলনে সিলেট পূর্বাঞ্চলের ৩১ টি শাখার ব্যবস্থাপক অংশ নেন।
ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের ২৪ টি শাখার ব্যবস্থাপকদের নিয়ে নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলে একই সময়ে অনুষ্ঠিত হয় ঐ অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন। পশ্চিমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মশাহিদুল্লার সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের সফটওয়্যার উন্নয়ন বিভাগ প্রধান ও মহা-ব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর। ব্যাংকের কর্পোরেট ক্রেডিট বিভাগ প্রধান ও মহা-ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম এতে বিশেষ অতিথির বক্তব্য দেন। বিজ্ঞপ্তি