বাসা বাড়িতে হামলার ঘটনায় সিলেটের নাগরিকবৃন্দের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৭:৩৬:১৭ অপরাহ্ন
ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর লোকমান আহমেদসহ সিলেটের শান্তিপ্রিয় কয়েকজন নাগরিকের বাসাবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন সিলেটের নাগরিকবৃন্দ।
রোববার সিলেটের নাগরিকবৃন্দের আহবায়ক সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে দুপুরে তাঁর চেম্বারে অনুষ্ঠিত সভা থেকে এই প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগ জানানো হয়।
সিলেটের নাগরিকবৃন্দের সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সচেতন নাগরিক কমিটি ( টিআইবি) সিলেট জেলা সভাপতি সৈয়দা শিরিন আক্তার, সিলেট ডায়বেটিস সমিতির যুগ্ম সম্পাদক প্রকৌশলী চন্দন ভৌমিক, অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরী, প্রাক্তণ ছাত্রনেতা অ্যাডভোকেট তাপস ভট্টাচার্য, কমরেড উজ্জ্বল রায়, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম- সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, অ্যাডভোকেট নিতু কান্তি দাশ, অ্যাডভোকোট অরুপ শ্যাম বাপ্পি, অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত হয়েছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হক, অ্যাভোকেট আনসার খান, সৈয়দ আনসার আলী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট হেলাল মনিরএবং প্রাক্তণ ছাত্র নেতা জমির আহমদ। বিজ্ঞপ্তি