আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৮:০১:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন যে, যত দূর সম্ভব আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা এ শিক্ষাক্রম ‘বাস্তবায়নযোগ্য নয়’। আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব। কিন্তু এমনভাবে যাব যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়। কীভাবে আমরা আগে শিক্ষাক্রমে ফিরে যাব সেটা পর্যালোচনা হচ্ছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সংস্কারের ওপর জোর দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল, পরীক্ষা ও মুখস্ত নির্ভরতা থেকে বেরিয়ে এসে অভিজ্ঞতাভিত্তিক শেখার মাধ্যমে নতুন শিক্ষাক্রমে পাঠ প্রক্রিয়াকে আনন্দময় করেছে। তবে পরীক্ষা কমানো, বিভাগ বিভাজন তুলে দেওয়া, মূল্যায়ন পদ্ধতিসহ শিক্ষাক্রমের বিভিন্ন দিক নিয়ে অনেকে সমালোচনাও করেন।
শুরুতে শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার হাতে থাকলেও এখন সেই দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন সদস্য অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষার পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও রয়েছে তার হাতে।