তেলিবিল স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৯:৩৩:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় তেলিবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যালয়ের সম্মুখে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর শিক্ষার্থীরা শান্ত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়কারী শাহাজান খান, সৈয়দ শাকিল আহমদ, সালমান আহমদ, কারিম সাগর, তামিম আহমদ, হাসান আহমদ, রিয়াজ আহমদ, আবু রুকিয়ান ও এম আক্তার প্রমুখ।বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজের ইচ্ছেমতো স্কুল পরিচালনা ও নানা প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করে একজন নির্দলীয় প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরেজমিন ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির কাউকে পাওয়া যায়নি। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে ম্যানেজিং কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।