ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৯:৩৫:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মো. ইমন (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌণে ৮টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
নিহত ইমনের পরিচিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইফুল ইসলাম জানান, গত ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকায় আন্দোলনে পুলিশ গুলি চালালে ইমনের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে উওরায় লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে ৬ আগস্ট ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শহীদ ইমন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। পরিবারের ৩ ভাই ১ বোনের মধ্যে ইমন ছিলেন বড়। তিনি টাঙ্গাইল এম এ আলী কলেজের বিএ শিক্ষার্থী ছিলেন।